• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

“বানারীপাড়ায় ব্যপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছে পৌরসভা”

/ ২১৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

সুমন খান বরিশাল বানারীপাড়াঃ ব্যপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছে বানারীপাড়া পৌরসভা। এ উপলক্ষে শহর উন্নয়ন সমন্বয় কমিটি (এল.টি সি. সি)’র উদ্যোগে শহরের বিশিষ্ট নাগরিকদের সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর ভবনের কনফারেন্স রুমে পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।

পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক ইমাম হোসেনরে সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন,মো. মজিবুর রহমান,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,পৌরসভার সহকারি প্রকৌশলী আবুল কাশেম,উপ-সহকারী প্রকৌশলী আফিফা খানম,বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইটল)’র সাবেক সহকারি প্রধান শিক্ষক আক্কাস আলী খাঁন,এমএ লতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান,আওয়ামী লীগ নেতা ত্রিনাথ পোদ্দার,বিশিষ্ট ব্যবসায়ী ছালাম কাজী,সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন সরদার,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,পৌরসভার কর্মকর্তাবৃন্দ,কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজন’রা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতত, অচিরেই বানারীপাড়া পৌর শহরের উন্নয়ন এবং সৌন্দর্য্য বর্ধণের জন্য ২ শত কোটি টাকা বরাদ্ধ দিচ্ছে সরকার।


আরো পড়ুন