• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতদের পরিচয় যেই ভাবে জানা গেলো

/ ৮০ বার পঠিত
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড় জেলার বোদা উপজলোর ‘মহালয়া’ পুজোয় অংশ নিতে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে মর্মান্তিক এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের সবাই হিন্দু ধর্মালম্বি যাদের অধিকাংশই নারী, শিশু এবং বৃদ্ধ।

স্থানীয় মানুষ, ডুবুরী দল, ফায়ার ব্রিগেটের কর্মীরা নদী থেকে প্রাথমিকভাবে ১৭টি মৃতদেহ উদ্ধার করে।

বাকি ৮ জনকে আহত অবস্থায় বোদা উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের নাম, ঠিকানা জানা গেছে। তা হলো :
১. শ্যমলী রানী (১৪), পিতা : হেমন্ত কুমার, ফুটকিবাড়ী, মাড়েয়া, বোদা, পঞ্চগড়
২. লক্ষী রানী (২৫), স্বামী : শ্রী কার্তিক, শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়
৩. অমল চন্দ্র (৩৫), পিতা : কালিকান্ত, মধ্যশিকারপুর, দেবীগঞ্জ, পঞ্চগড়
৪. শোভা রানী (২৭), স্বামী: নির্মল চন্দ্র, মাড়েয়া বামনপাড়া, বোদা, পঞ্চগড়
৫. দীপঙ্কর (৩), পিতা: বাবুল চন্দ্র রায়, হাতিডোবা, শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়
৬. পিয়ন্ত (২.৫), পিতা: সজিব, মাড়েয়া বামনপাড়া, বোদা, পঞ্চগড়
৭. রুপালী ওরফে খুকি রানী (৩৫), স্বামী: বাসুদেব, ফুটকিবাড়ী, মাড়েয়া, বোদা, পঞ্চগড়
৮. প্রমিলা রানী (৫৫), স্বামী: চন্ডী প্রসাদ, ডাঙ্গাপাড়া, দেবীগঞ্জ, পঞ্চগড়
৯. ধনবালা (৬০), স্বামী: মৃত কলিন্দ্র নাথ, তেলীপাড়া, শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়
১০. সুনিতাা রানী(৬০), স্বামী: শ্রী রমেশ চন্দ্র, বংশীধর,পাচপীর, বোদা, পঞ্চগড়
১১. ফাল্গুনী (৪৫), স্বামী: মন্টু চন্দ্র বর্মন, সাকোয়া শিকারপুর, বোদা, পঞ্চগড়
১২. প্রমিলা দেবী (৭০), স্বামী : মহনীমহন, জয়নন্দ বড়ুয়া, পাচপীর, বোদা, পঞ্চগড়
১৩. জ্যোতিশ চন্দ্র (৫৫), পিতা: সত্যেন্দ্র নাথ, চন্দনবাড়ী, বোদা, পঞ্চগড়
১৪. তারা রানী (২৫), স্বামী: শ্রী রবিন, হাতিডোবা, শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়
১৫. সনেকা রানী (৬০), স্বামী: চূরা মোহন, বংশীধর পুজারি, বোদা, পঞ্চগড়
১৬. সফলতা রানী (৪০) স্বামী: বিলাস চন্দ্র, ময়দানদিঘী, বোদা,পঞ্চগড়
১৭. হাশেম আলী (৭০), পিতা: মৃত আহম্মদ আলী, কুমারপাড়া, বড়শশী, বোদা, পঞ্চগড়
১৮. বিলাস চন্দ্র (৪৫), পিতা: শ্রী অভিরাম, কমলাপুকুরী,মাড়েয়া, বোদা,পঞ্চগড়
১৯. শ্যমলী রানী ওরফে শিমুলি (৩৫), স্বামী; রমেশ চন্দ্র, বামনহাট, মাড়েয়া, বোদা, পঞ্চগড়
২০. উশোশি (৮), পিতা: রমেশ, আলোকপাড়া, মাড়েয়া, বোদা, পঞ্চগড়
২১. তনুশ্রী (৫), পিতা: নারায়ন, হাতিডোবা, শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়
২২. শ্রেয়শী, পিতা: রতন, মদনহার, পাঁচপীর, বোদা, পঞ্চগড়
২৩. প্রিয়ন্তী (৮), পিতা: নারায়ন, ছত্রশিকারপুর, দেবীগঞ্জ, পঞ্চগড়।

জানা গেছে, এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। মাডেয়া ইউনিয়ন পরিষদে এ বিষয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, চিকিৎসকদল এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

পঞ্চগড় জেলা প্রশাসন জানিয়েছে, রংপুর সিভিল ডিফেন্স থেকে আসা একটি ডুবুরী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। রাতে যতক্ষণ সম্ভব ততক্ষণ এই উদ্ধার কার্যক্রম চলবে। প্রয়োজনে আগামীকালও এই উদ্ধার কার্যক্রম চলবে। মৃতদেহ সৎকারে প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা দেবার ঘোষণা করা হয়েছে।


আরো পড়ুন