• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

যুদ্ধের বীজ বপন হয় ৩০ বছর আগে

/ ৯৬ বার পঠিত
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সাত মাস অতিবাহিত হয়ে গেছে। এ যুদ্ধের জন্য বরাবরই ন্যাটো ও পশ্চিমাদের দায়ী করে আসছে রাশিয়া। এবার রাশিয়ার মিত্র বেলারুশও এ যুদ্ধের জন্য ন্যাটো ও পশ্চিমাদের দায়ী করছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, বেলারুশের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এ যুদ্ধের বীজ বপন হয়েছিল ৩০ বছর আগে স্নায়ু যুদ্ধের শেষে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই বলেন, ‘ওই সময়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না- শুধুমাত্র একটি ‘ভদ্রলোকদের চুক্তি’ হয়েছিল যা পশ্চিমাদের আধিপত্য সুরক্ষিত করার পথ খুলে দিয়েছিল। ’

তিনি আরও বলেন, ‘ন্যাটোকে প্রসারিত করার জন্য পশ্চিমারা নিরাপত্তার অবিভাজ্যতাকে পদদলিত করেছে। তাদের পূর্ব দিকে সম্প্রসারণের চেষ্টা রাশিয়া ও বেলারুশের নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা করেছে। যেমনটা তারা যুগোস্লাভিয়া, ইরাক, লিবিয়া ও সিরিয়ার সঙ্গে করেছে। ’

ইউক্রেনে চলমান রক্তপাতের দায় সম্পূর্ণভাবে পশ্চিমাদের ওপর যায় বলে দাবি করেন মাকেই।

তিনি বলেন, ‘একক নিয়ন্ত্রণ কেন্দ্র নেই এমন একটি বিশ্ব চায় অধিকাংশ দেশ। যে বিশ্বে কেউ তার দৃষ্টিভঙ্গি, স্বার্থ ও মূল্যবোধ অন্যের ওপর চাপিয়ে দিবে না। তবে গত পাঁচ শতাব্দী ধরে পশ্চিমারা বিশ্বে আধিপত্য বিস্তার করেছে। তবে অনির্দিষ্টকালের জন্য এরকমটা চলতে পারে না। ’

রাশিয়ার ওপর পশ্চিমা ও তার মিত্রদের নিষেধাজ্ঞার সমালোচনা করে মাকেই বলেন, ‘তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো অকার্যকর। এতে করে শুধুমাত্র বিশ্ব বাজারে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। ’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য বেলারুশ সাহায্য করবে- প্রস্তাব দিয়ে মেকাই তার বক্তব্য শেষ করেন।

বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীর যুক্তিগুলো তাদের মিত্র রাশিয়ার তৈরি করা বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। তারা বলছে, প্রেসিডেন্ট পুতিনও রাশিয়ার সীমান্তে ন্যাটোর সম্প্রসারণকে তার দেশের সর্বোচ্চ নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছেন। এর জেরে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠান পুতিন। যুদ্ধের শুরু থেকে রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে দেশটি।


আরো পড়ুন