• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

ইবোলা ভাইরাসকে ‘প্রাদুর্ভাব’ ঘোষণা উগান্ডার

/ ৮৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
ইবোলা ভাইরাস

উগান্ডা কেন্দ্রীয় মুবেন্দে জেলায় একটি ইবোলা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। স্ট্রেনটি সুদানের যা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে এরইমধ্যে দেশিটিতে স্বাস্থ্য নিয়ে কাজ করা সরকারি কর্মকর্তারা সোমবার গভীর রাতে ইবোলাকে প্রাদুর্ভাব বলে ঘোষণা দিয়েছে উগান্ডায়।

প্রাথমিকভাবে ‘অদ্ভুত অসুস্থতা’ নিয়ে বেশ কিছু সংখ্যক বাসিন্দা মারা যাওয়ার পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করতে মুবেন্দেতে ছুটে যান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উগান্ডার মুবেন্দে জেলায় ইবোলা ভাইরাস রোগের প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিশ্চিত হওয়া কেসটি ২৪ বছর বয়সী একজন পুরুষের। যিনি মুবেন্দে জেলার মাদুদু সাব কাউন্টির এনগাবানো গ্রামের বাসিন্দা। তিনি ইভিডি উপসর্গ নিয়ে মারা যান। ’

পশ্চিমে উগান্ডার প্রতিবেশী দেশ কঙ্গোও বর্তমানে ইবোলা ভাইরাস রোগের প্রাদুর্ভাবের সাথে লড়াই করছে। ইবোলা ভাইরাসের কারণে একটি মারাত্মক রক্তক্ষরণজনিত জ্বর হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ‘এই রোগটি পশু থেকে মানুষের মধ্যে ছড়ায় এবং মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। ’

উল্লেখ্য, পূর্বেও উগান্ডায় অন্তত তিনটি ইবোলা প্রাদুর্ভাব ঘটেছে। সবশেষ ২০০০ সালে উগান্ডায় সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করে ইবোলা। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ ম্যাথিউ লুকউইয়ার মতে, সে সময় দেশটিতে শত শত লোক ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।


আরো পড়ুন