• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

দেশে করোনা শনাক্ত আরও বাড়ল

/ ১৬১ বার পঠিত
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
দেশে করোনা শনাক্ত আরও বাড়ল

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো ভাইরাস করোনায় দেশে সবশেষ গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬০১ জন। এর আগের দিন ৫২৭ জনের করোনা শনাক্ত হয়; তবে এদিন কোনো মৃত্যু হয়নি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

কয়েকদিন থেকে প্রাণ সংহারি এ ভাইরাসে মৃত্যু না বাড়লেও বাড়ছে শনাক্ত সংখ্যা। সে সঙ্গে বাড়ছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। আজ শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ হলেও গতকাল ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। তার আগের দিন  শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরো পড়ুন