• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সব অবদান সংরক্ষণ করা হবে; বেনজির

/ ১৩০ বার পঠিত
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

একাত্তরের ২৫ মার্চ রাতে রাজারবাগে হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের সশস্ত্র প্রতিরোধসহ মুক্তিযুদ্ধে পুলিশের সব অবদান সংরক্ষণ করা হবে। জেলাভিত্তিক আলাদা ইতিহাস সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ।

রোববার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ প্রধান। এসময় মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা স্মরণ করেন তিনি। বেনজির বলেন, পুলিশ বাহিনীর সশস্ত্র বিরোধিতার কারণেই মুক্তিযুদ্ধ দ্রুত গণযুদ্ধে রূপ নেয়।

পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে এ গর্ব ধরে রাখার আহবান জানান তিনি। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মহাপরিদর্শক। অন্যান্য অতিথির মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ড. রতন সিদ্দিকী, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।


আরো পড়ুন