• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

সিএনজি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সড়কে নেমেছে বুড়িচংয়ের ইউএনও!

/ ২৯২ বার পঠিত
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(নিজস্ব প্রতিনিধি):সিএনজি অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি ধরতে অভিযানে নেমেছে বুড়িচং উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।

দীর্ঘদিন ধরে সকাল সন্ধ্যায় কুমিল্লা-মিরপুর-বুড়িচং সড়কে যাত্রীদের কাছ থেকে সিএনজি ও অটো চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীদের অসংখ্য অভিযোগ রয়েছে এবং বিশেষ দিনে ভাড়ার পরিমান আরো বাড়িয়ে দেয় বলে এমন অভিযোগ যাত্রীদের।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে এ সড়কে ৩ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ।

অভিযান পরিচালনাকালে অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের শিকারোক্তিতে ১৪টি সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।জরিমানার নগদ আদায়ের পরিমান ৬ হাজার ৩শত টাকা।পরে মানহীন পন্য তৈরিকরণে এমন অভিযোগে স্থানীয় একটি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার পুলিশ সদস্য। উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান অভিযানের পর তিনি বলেন,অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে এ অভিযান অব্যহত থাকবে।


আরো পড়ুন