• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে নিহত ১, আহত ৭

/ ১০৪ বার পঠিত
আপডেট: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবানের ঘুমধুমের কোনারপাড়া এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা নিহত ও সাতজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার সন্ধ্যায় মিয়ানমার থেকে মোট তিনটি মর্টারশেল ছোড়া হয়। এর ২টি নোম্যান্সল্যান্ডে ও ১টি বাংলাদেশের ভেতরে বিস্ফোরিত হয়।

এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান।  

সূত্র জানায়, সীমান্ত ঘেঁষে টহল দিচ্ছে মিয়ানমারের জঙ্গি বিমান।  চরম আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে দুপুরে বাইশফাড়ি এলাকায় মাইন বিস্ফোরণে একজনের পা উড়ে যায়। তাকে বিজিবির তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


আরো পড়ুন