• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

অক্টোবরের পর প্রথম দুই ডোজ টিকা বন্ধ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী 

/ ৬৮ বার পঠিত
আপডেট: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

অক্টোবরের মধ্যে সবাইকে প্রথম ও দ্বিতীয় ডোজ করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৭ সেপ্টেম্বর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই আয়োজিত শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নে ‘জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথম দুই ডোজ টিকা যারা এখনও নেননি, দ্রুত নিয়ে নেন। অক্টোবর থেকে তারা এই দুই ডোজ টিকা নাও পেতে পারেন।

বিশেষ করে অক্টোবরের ৩ তারিখের পর তাদের এই টিকা পাওয়ার সম্ভাবনা কম। ’

এ সময় আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে বাচ্চাদের টিকাদান কার্যক্রম শুরুর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

যারা টিকার আওতায় আসেনি, তাদের ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গণটিকা কার্যক্রমে টিকা নেওয়ার আহ্বান জানান জাহিদ মালেক।  


আরো পড়ুন