• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

বৈশ্বিক পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে সামনে শঙ্কা আছে: বাণিজ্যমন্ত্রী

/ ৭০ বার পঠিত
আপডেট: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে সামনের পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে। ’ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় সাংবাদিকদের সংগঠন ওভারসিস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরে বাংলাদেশের সঙ্গে করা সাতটি চুক্তিতে সর্বপ্রথম বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, নদী ও ট্রানজিট নিয়ে সফল আলোচনা হয়েছে।

ভারতের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ’ 

দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্যে ভারতের উৎসাহ ছিল বলে মন্তব্য করেন মন্ত্রী।  

ডলার সংকট মোকাবেলার বিষয়ে বাণিজ্যমন্ত্রী  বলেন, ‘আমাদের ডলারের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে অর্থমন্ত্রণালয় কাজ করছে। বিকল্প চিন্তা হিসেবে রুবল ও ইউয়ানের কথা ভাবছে। ’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের এক্সপোর্ট বাড়িয়ে ২ বিলিয়ন হয়েছে। আমাদের প্রোডাকশন না বাড়ালে চীন-ভারতের ওপর নির্ভর থাকতেই হবে। ’

টিপু মুনশি বলেন, ‘সেফা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে ডিসেম্বরে বসা হবে। পিটিএ, এফপিএ নিয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনার বিষয়ে কাজ চলছে। ’

মন্ত্রী বলেন, ‘ভূটান, নেপালের সঙ্গে ফ্রি ট্রানজিট নিয়ে কথা হয়েছে। রেলপথে মালামাল বহন করতে ভারত রেলসড়ক নির্মাণে খরচ দিতে আগ্রহ প্রকাশ করেছে। ’ এন্টিডামপিং নিয়ে দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।


আরো পড়ুন