• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে জাতীয় কবি নজরুল সম্মেলন উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

/ ২১৮ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

রিপোর্ট মামুন ইসলামঃ- নারায়নগঞ্জ শহরে জাতীয় কবি নজরুল সম্মেলন উপলক্ষে এক বিশাল র‍্যালি বের করা হয়। শহরের কালির বাজার পাবলিক লাইব্রেরি হতে শুরু হয়ে প্রধান সরক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। কবি নজরুল ইনস্টিটিউট ও নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিন ব্যাপি এই সম্মেলনের আয়োজন করা হয়। আজ প্রথম দিন র‍্যালি ও আলোচনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম শামীম ওসমান, মাননীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ -৪। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, চেয়ারপার্সন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। বিশেষ অতিথি ছিলেন হারুন অর রশিদ, পুলিশ সুপার, নারায়নগঞ্জ। জনাব চন্দন শীল, সভাপতি একাত্তুরের ঘাতক দালাল নির্মুল কমিটি। মুখ্য আলোচক ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক ভুঁইয়া, অতিরিক্ত সচিব ও নির্বাহি পরিচালক নজরুল ইনস্টিটিউট। আরও ছিলেন জনাব অনুপম হায়াৎ, নজরুল ও চলচিত্র গবেষক। অধ্যাপিকা শিরিন বেগম, সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ, নারায়নগঞ্জ। কবি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ, নারায়নগঞ্জ।


আরো পড়ুন