• রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

খুলনার ভুয়া ডাক্তারের ৬ মাসের জেল ও ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের!

/ ২০৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

রিপোটার রুহুল আমিন:- খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে অপরেশনের সময় এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় চুকনগর মেডিকেলে এই আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম। সূত্র জানায়, উক্ত ক্লিনিকে ডুমুরিয়া উপজেলার বয়ারসিং গ্রামের মনোরঞ্জন মন্ডলের কন্যা অর্চনা মন্ডল (৩৫) কে সিজার অপরেশন করেন ডাঃ পরিচয় দানকারী সাতক্ষীরা সদরের কাটিয়া গ্রামের আখতারুজ্জামানের পুত্র শেখ খায়রুল আলমকে স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ সুফিয়ান রুস্তম, মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এ এস আই মাহাবুল আলম। বিস্তারিত শুনে ভুয়া ডাক্তার খায়রুল আলমকে ৬ মাসের কারাদণ্ড, ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং এ্যানেস্থেশিয়া সহকারী আখতার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


আরো পড়ুন