• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

চারঘাটে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

/ ১১৩ বার পঠিত
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। লাইনচ্যুতির কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উদ্ধার কাজের জন্য ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, রাজশাহীতে রেলওয়ে স্টেশন থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবন্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির পেছনের বগিটি লাইনচ্যুত হয়েছে।

ট্রেনটির আটটি চাকাই লাইন থেকে নিচে নেমে গেছে। তবে পেছনে বগি হওয়ায় তা রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে রাজশাহী থেকে ঢাকাসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।


আরো পড়ুন