• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

৪৯তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

/ ১৩০ বার পঠিত
আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

চরভদ্রাসন  প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণীয় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুর্তজা আহসানের সঞ্চালনায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে দলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এতে টাইব্রেকারে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে পূর্বে অনুষ্ঠিত দাবা,সাঁতার,হ্যান্ডবল মেয়ে ফুটবল প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


আরো পড়ুন