• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন

রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের ‘উদ্বেগ’

/ ৯০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগ’ জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এক বিবৃতিতে ব্যাকিংহাম প্যালেস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবারের (৮ সেপ্টেম্বর) ওই বিবৃতিতে জানানো হয়, আজ সকালে রানির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এরপর থেকেই চিকিৎসকরা তার পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তাঁকে বালমোরাল ক্যাসেলে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এ দিকে রানির এই খবরে বালমোরালে গিয়েছেন প্রিন্স চার্লস।

রানির বিষয়ে নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেন, ‘রানির খবরে গোটা দেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ সময়ে সবার চিন্তা-ভাবনায় রানি এবং তার পরিবার রয়েছে। ’

দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত রয়েছেন ৯৬ বছরী রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালে সিংহাসনে বসেন তিনি।


আরো পড়ুন