• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইউক্রেনসহ ইউরোপকে আরও ২০০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

/ ৭৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনসহ ইউরোপের বেশ কয়েকটি মিত্র দেশকে ২০০ কোটি ডলারেরও বেশি সামরিক সহয়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান, এই অর্থের মধ্যে ইউক্রেনের জন্য ভারী অস্ত্র, গোলাবারুদ ও সাঁজোয়া যান কেনার জন্য ৬৭ কোটি ৫ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশ পোলান্ড সীমান্তে সামরিক মহড়া দেওয়ার ঘোষণা দিয়েছে।

অর্থ সহায়তার এই চুক্তিতে মিত্রদের দখলকৃত স্বাধীন ভূখণ্ড পুনরুদ্ধার এবং সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।


আরো পড়ুন