• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

শেখ হাসিনাকে পূর্ণ প্রটোকল মেনে সম্মান দেওয়া হয়েছে: ভারত

/ ৮৩ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে রাষ্ট্রপতি ভবনে পূর্ণ প্রটোকল মেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন। তিনি বলেন, একটা গোষ্ঠী দাবি করছে শেখ হাসিনাকে প্রটোকল মেনে সম্মান দেওয়া হয়নি। বিষয়টি ঠিক নয়।

ভারতের নয়াদিল্লি বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির রেল প্রতিমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন একজন প্রতিমন্ত্রী অভ্যর্থনা জানাবেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। তবে এটাই ভারতের প্রটোকল। পৃথিবীর সকল দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের এভাবেই বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় ভারতে। ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান -সকল দেশের ক্ষেত্রেই তাদের প্রটোকল একই রকম।

ভারতের প্রধানমন্ত্রী বরং প্রটোকল ভেঙ্গে তিন বার বিমানবন্দরে গিয়ে কোনো সরকার প্রধানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে পূর্ণ প্রটোকল মেনে রাষ্ট্রীয় সফরের সম্মান দেওয়া হয়েছে। আপনারা দেখেও থাকবেন। রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সফরের অংশ হিসেবে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেখানে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে।


আরো পড়ুন