• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

জাতিসংঘের অধীনে গুম-খুন ঘটনার তদন্ত দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

/ ১৪৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বাংলাদেশের গুম-খুনের ঘটনায় আবারও জাতিসংঘের অধীনে তদন্ত চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় গুম-খুনের জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একদিন বিচার হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গুম দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, সারাদেশে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনে ভয় পেয়ে সরকার লাঠিয়াল বাহিনী মাঠে নামিয়েছে। রাজপথে বিএনপির নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে এসময় সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ভয় দেখিয়ে গুম-নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার। প্রতিটি অন্যায়ের জন্য সরকারের বিচার করার হুঁশিয়ারিও দেন তিনি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে মহানগর বিএনপি। যেখানে স্বজনদের ফিরেয়ে দিতে আকুতি ছিলো গুম হওয়া প্রতিটি পরিবারের সদস্যের।

এসময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রতিটি নিখোঁজ সদস্যদের সন্ধান না দিলে, কঠোর আন্দোলনে সরকার পতন করা হবে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের নির্দেশেই বিরোধী নেতাকর্মীরা গুম হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিখোঁজদের সন্ধান না দিলে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেনা সরকার। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হবে বলেও দাবি করেন তারা।


আরো পড়ুন