• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

উত্তর আমেরিকায় ১১৭ থিয়েটারে বইবে ‘হাওয়া’

/ ১৫৮ বার পঠিত
আপডেট: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিনোদন ডেস্কঃ

‘হাওয়া’ যেন বইছেই। এক মাস পেরিয়ে গেলেও কমেনি যার দমকা বাতাস। এবার হাওয়ার সেই উত্তাপ ছড়িয়ে যেতে চলেছে উত্তর আমেরিকার উল্লেখযোগ্য বেশকিছু থিয়েটারে। দেশের সীমানা ছাড়িয়ে তাই প্রবাসী বাঙালিদের কাছে হাওয়া।

 সিনেমার প্রধান চরিত্র চঞ্চল চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেজেও মিলেছে এমন তথ্য।

উত্তর আমেরিকার ১১৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত এই ছবিটি। ২ সেপ্টেম্বর থেকে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায়, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং ফেইসকার্ড প্রোডাকশন নির্মিত ‘হাওয়া’ একযোগে কানাডা ও আমেরিকার ১১৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে।

এবার দেখে নেয়া যাক যেখানে বইবে ‘হাওয়া’…
মোট স্ক্রিন (থিয়েটার): ১১৭ (কানাডা ১৩, আমেরিকা ১০৪)
AMC (পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন): ২৫
Regal/Cineworld (পৃথিবীর ২য় বৃহত্তম সিনেমা চেইন): ৪০
Cinemark (পৃথিবীর ৩য় বৃহত্তম সিনেমা চেইন): ৩৪
Cineplex (কানাডার বৃহত্তম, পৃথিবীর ৮ম বৃহত্তম সিনেমা চেইন): ১১
Harkins (আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন): ৪
Landmark (কানাডার ২য় বৃহত্তম সিনেমা চেইন): ২
Showcase (আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন): ১

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ২৯ জুলাই। তবে মুক্তির পরেই নানা সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। বন্যপ্রাণী আইন লঙ্ঘন হয়েছে অভিযোগ তুলে মামলাও হয় সিনেমাটির বিরুদ্ধে। তবে মামলাটি আপোষযোগ্য হিসেবে তুলে নেয়ার কথা জানানো হয়েছে।


আরো পড়ুন