• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

লিবিয়াকে শান্ত থাকার আহ্বান জানাল জাতিসংঘ

/ ৮২ বার পঠিত
আপডেট: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন মানুষ। এদিন ত্রিপোলির রাস্তায় নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে ফাথি বাশাঘার অনুগত সশস্ত্র মিলিশিয়ারা। সরকারের সশস্ত্র বাহিনী মিলিশিয়াদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

এ সময় বিভিন্ন এলাকায় ছোট অস্ত্রের গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতেও দেখা যায়। এতে বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ভবনে আগুনও লাগে। সংঘর্ষের এলাকা থেকে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের পর জাতিসংঘের লিবিয়া মিশন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

২০১১ সালে সামরিক জোট ন্যাটো সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়। তার পর থেকেই ক্ষমতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা চলছে।


আরো পড়ুন