• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

২৫ হাজার শরণার্থীর অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ

/ ১০৩ বার পঠিত
আপডেট: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলতি বছর অবৈধভাবে ২৫ হাজার ১৪৬ শরণার্থী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যদিও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শরণার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তবুও থামছে না অবৈধভাবে যুক্তরাজ্যে শরণার্থীদের প্রবেশ।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার (২৭ আগস্ট) ১৯টি নৌকায় মোট ৯১৫ শরণার্থী যুক্তরাজ্যের কেন্ট কাউন্টিতে প্রবেশ করেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

এ মাসে এখন পর্যন্ত ৮ হাজার ৭৪৭ শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত সপ্তাহেই সবচেয়ে বেশি ৩ হাজার ৭৩৩ শরণার্থী দেশটিতে প্রবেশ করেন। এর মধ্যে গত সোমবার (২২ আগস্ট) প্রবেশ করেন ১ হাজার ২৯৫ জন, যা এক দিনে সর্বোচ্চ।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, অবৈধ শরণার্থীদের রুয়ান্ডার আশ্রয় শিবিরে পাঠানো হবে। তারপর থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৮৭৮ শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন।


আরো পড়ুন