• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

ত্রিশালে অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ কোটি টাকার

/ ৯৪ বার পঠিত
আপডেট: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে এক অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকা মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের ত্রিশাল ভাটি পাড়া সেকান্দার কেরানি বাড়িতে সানোয়ারুল হকের পারিবারিক বসত ঘরে বিদ্যুত শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ড প্রায় এক কোটি টাকার জিনিসপত্র নির্বিশেষেই ধ্বংস হয়ে যায়।

এরমধ্যে জমির দলিল পত্র, সিঙ্গাপুরের ভিসা লাগানো পাসপোর্ট, নগদ অর্থ, স্কুল কলেজের সার্টিফিকেট আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় তাদেরকে ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করেন। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছূজ্জামান ঘটনাস্থ পরিদর্শন করেছেন।


আরো পড়ুন