• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০০ অপরাহ্ন

হেনা আর্টিস্টদের নিয়ে মেহেদী উৎসব

/ ১৫০ বার পঠিত
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধিনঃ

জয়পুরহাটে এই প্রথম হেনা আর্টিস্টদের নিয়ে আনন্দঘন পরিবেশে মেহেদী উৎসব আয়োজন করেছে জয়পুরহাটের কেনা-বেচা উদ্যোক্তা গ্রুপ। শুক্রবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের স্টেশন এলাকায় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট কেনা-বেচা উদ্যোক্তা গ্রুপ এর প্রশাসক আবু রায়হান রাসেল ও ডলি সায়ন্তনীর নেতৃত্বে হেনা আর্স্টিস হিসাবে কাজ করেন সুনামধন্য হেনা আর্স্টিস উম্মে তাহিকাতুল, সান্তনা পারভিন, মেহবুবা, নুসরাত, জুঁই, সুলতানা।

এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিশু ও নারীরা আনন্দমুখর পরিবেশে মেহেদী উৎসবে অংশগ্রহণ করেন। এ গ্রুপে বিভিন্ন বয়সের ছাত্র- ছাত্রী, যারা ঘরে বসে থাকেন ও বেকার সমাজ যাদের ভিতরে বিভিন্ন প্রতিভা আছে, তাদের ভেতরের প্রতিভা ও শিল্পকে তুলে এনে তাদের আত্মনির্ভরশীল করে তলায় এই গ্রুপের মূল উদ্দেশ্য।

উদ্যোক্তারা জানান, জেলায় প্রথম হেনা আর্স্টিসদের এ আয়োজন করা হয়েছে। এ উদ্যোক্তারা নিজেদের উন্নয়নে সমবেত ভাবে কাজ করতে সক্ষম হবে। ভবিষৎতেও এমন আয়োজন করা হবে আশা ব্যক্ত করেন তারা। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার বার্তা।


আরো পড়ুন