• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

‘স্বাধীনতা দিবসে হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে’

/ ৯৭ বার পঠিত
আপডেট: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস আজ (২৪ আগস্ট)। ১৯৯১ সালের এই দিনে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এদিকে, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান প্রায় পাঁচ মাস ধরে চলছে।

এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস ও রুশ সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হওয়াকে কেন্দ্র করে রাশিয়া কোনো ধরনের হামলা চালালে তার কঠোর জবাব দেয়া হবে। এছাড়া যে কোনো মূল্যে রাশিয়ার দখল করা ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে আনতে ইউক্রেন দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল মঙ্গলবার ক্রিমিয়াবিষয়ক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, ২০১৪ সালে রাশিয়ার দখলে চলে যাওয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া হবে চলমান যুদ্ধের সবচেয়ে বড় বিজয়। ক্রিমিয়া দখলমুক্ত করতে পারলে বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসকে ঘিরে রাশিয়া কোনো ধরনের হামলা চালালে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শত্রুপক্ষের জন্যও। দিনটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আশঙ্কা রয়েছে। তবে, আমাদের সশস্ত্রবাহিনী, বৃদ্ধিবৃত্তিক সম্প্রদায় ও নিরাপত্তাবাহিনী ইউক্রেনের সাধারণ মানুষকে রক্ষায় যা যা করণীয় তার সবই করবে। রাশিয়ার যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা প্রস্তুত’।

অন্যদিকে, ইউক্রেনের স্বাধীনতা দিবস ও দেশটিতে রুশ সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে রাজধানী কিয়েভের বেসামরিক অবকাঠামো ও সরকারি ভবনে রাশিয়ার তীব্র হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।


আরো পড়ুন