• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

হাফ ভাড়া দাবিতে বনানীর সড়কে শিক্ষার্থীরা

/ ৯৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

চক্রাকার বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানীতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী যাতায়াত করে। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার নিয়ম থাকলেও গুলশান-বনানী-নতুন বাজার এলাকায় চলাচলকারী চক্রাকার বাস ‘গুলশান চাকা’, ‘ঢাকা চাকা’ পরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয় না। মাত্র আড়াই কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিতে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। তাই এই পথে শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করতে সড়কে অবস্থান নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।


আরো পড়ুন