• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

উজিরপুর গুঠিয়া বন্ধরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

/ ৩৪০ বার পঠিত
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

সুমন খান স্টাফ রিপোর্টারঃ- উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়নের নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক ৭১’র রণাঙ্গনের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান।

এসময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন অবিচ্ছেদ্য অংশ।

মহসিন হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও শিক্ষক জগলুল লস্কর, মুক্তিযোদ্ধা ডা.আ.ছত্তার তালুকদার, দেলোয়ার হোসেন ও সালাউদ্দিন সরদার,ইউনিয়ন আএয়ামী লীগ নেতা ও সাংবাদিক লস্কর আলমগীর হোসাইন,উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সম্পাদক সরদার সোহেল, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাকলাইন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক সবুজ খান প্রমুখ।

সভা শুরুর পূর্বে বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান।


আরো পড়ুন