• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:২১ অপরাহ্ন

মালদ্বীপস্ত বাংলাদেশ দূতাবাস অসুস্থ প্রবাসীকে দিলেন বিমানের টিকেট

/ ১৬৫ বার পঠিত
আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

মোঃ আল আমিন মালদ্বীপ  প্রতিনিধিঃ

 গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী জনাব মোহাম্মদ  বিল্লাল হোসেনকে দেশে ফিরে যাওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মোঃ সোহেল পারভেজ।মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের  মান্যবর হাইকমিশনার রিয়্যাল এডমিরাল আবুল কালাম আজাদ  সাহেব,   অসুস্থ প্রবাসী  বাংলাদেশী জনাব বিল্লাল হোসেন সহ মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের  দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন,এবং সকল প্রবাসীদের কে স্বাস্থ্যের  প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান, 

 এসময় হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জনাব  মোঃ বিল্লাল হোসেন  কিছুদিন পূর্বে মালদ্বীপের একটি দ্বীপে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন এবং তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়, পরে প্রবাসীদের  সহযোগিতায় স্থানীয় একটি  হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি করা হয়,   অতঃপর অবস্থার উন্নতি না হওয়ায়  তিনি রাজধানী মালেতে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল (আইজিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন।এবং বাংলাদেশে ফিরে  উন্নত চিকিৎসার স্বার্থে দূতাবাসের সহযোগিতায় মোহাম্মদ বিল্লাল হোসেন কে বিমানের  টিকেট হস্তান্তর করা হয়, অসুস্থ প্রবাসীর দেশের বাড়ি  গ্রাম, ধারানীপাড়া, পোস্ট  ইলিয়েটগঞ্জ,  থানা মুরাদনগর, জেলা কুমিল্লা


আরো পড়ুন