• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

/ ১১৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

সেন্ট্রাল ডেস্কঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৬ জন রয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৯৮ জন ডেঙ্গু রোগী চিকৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৬৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮১৩ জন। মারা গেছেন ১৭ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।


আরো পড়ুন