• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

/ ১২৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মানিক ভূইয়া, নোয়াখালী প্রতিনিধি:

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় জেএমবির একযোগে বোমা সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

বুধবার বিকেলে নোয়াখালী জেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন, থানা ও উপজেলায় পর্যায় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে নোয়াখালী জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার প্রতিবাদ সভা হয়।

এতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ন আহব্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, যুগ্ম আহবায়ক শহীদ উল্যাহ খান সহেল, নোয়াখালী শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিনটুসহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা জানান, সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের আইনের আওতায়নে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে চৌমুহনী পাবলিক হল চত্বরে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ এবি এম জাফর উল্যাহ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ কিরন এমপি ,যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন, যুবলীগের আহবায়ক নুর হোসেন মাসুদ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জহিরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আবদুল মালেকসহ আরো অনেকে।


আরো পড়ুন