• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন

সাংবাদিক আরিফ আজগরের উপর সন্ত্রাসী হামলা, ব্যাগ লুট!!

/ ২২৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

রিপোটার নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক পথিকৃত কুমিল্লার বার্তা সম্পাদক, দৈনিক সময়ের আলোর বরুড়া উপজেলা প্রতিনিধি এবং কুমিল্লা ভিশন টিভির স্টাফ রিপোর্টার আরিফ আজগরের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সংবাদ সংগ্রহের কাজে বরুড়া উপজেলার খাটলা হয়ে নলুয়া যাওয়ার পথে খাটলা সাকিনস্থ নলুয়া প্রাইমারী স্কুল রোডের মাঝখানে পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত তার পথরোধ করে মারধর করে
তার সাথে থাকা ব্যাগটি নিয়ে যায়। ব্যাগে একটি ক্যামেরা নিক্কন-ডি-৬৩০০, এসার ডুয়েল কোর আই মডেলের ল্যাপটপ, কুমিল্লা ভিশন টিভির
লোগো সম্বলিত মাইক্রোফোনসহ প্রয়োজনীয় অনেক জরুরী কাগজপত্র ছিল।

এসময় এক দুর্বৃত্তকে চিহ্নিত করেন তিনি। চিহ্নিত দুর্বৃত্তের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া বলেন, অভিযোগ দায়ের করা মাত্রই তদন্তের জন্য অফিসার পাঠানো হয়েছে। খুব দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আরো পড়ুন