• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

কুমিল্লা সদরের যশপুরে প্রসবকালে মারা যাওয়া গাভী ক্রয় বিক্রয়ের অভিযোগ উঠেছে

/ ৩০৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

এইচ.এম. তামীম আহাম্মেদঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালীর বাজার ইউপির যশপুর হাজী বাড়ীর আনু মিয়া নামের এক ব্যাক্তির গাভী আজ ১৫ ই আগষ্ট রোজ সোমবার আনুমানিক বিকেল ৫ টায় বাচ্চা প্রসবকালে মারা যায়। মৃত গাভীটিকে পাকা মোড়ার মনির হোসেন নামের এক কসাইয়ের নিকট ৯ হাজার টাকা মূল্যে বিক্রি করা হয়।

প্রত্যাক্ষদর্শীরা বলেন; আমরা গিয়ে দেখি গাভীটি সিজার ডেলিভারি করানোর সময় গাভীটি মারা গেলে তাৎক্ষণিক একজন কসাই এসে গাভীটি ৯ হাজার টাকা মূল্যে ক্রয় করে নেয় এবং তাদের বাড়ীতেই জবাই করে মাংস কাটাকাটি ও শেষ করেন। তাছাড়াও আশ পাশ দুর্গন্ধে আমুদিত হয়ে গিয়েছিল যখন গরুটিকে জবাই করা হয় ।

এ বিষয়ে গরুর মালিক হাজী আনু মিয়া ; মৃত গাভী কসাই নিয়ে গেছে স্বীকার করলেও বিক্রির কথা স্বীকার করে নি। তবে ক্রেতা কসাই মনির হোসেনের নিকট কয়েক বার ফোন দিলেও তার মোবাইল বন্ধ দেখায়।


আরো পড়ুন