• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

পরিবারতন্ত্র ও দুর্নীতি, বললেন মোদি

/ ১০০ বার পঠিত
আপডেট: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের সামনে এখন বড় দুটি চ্যালেঞ্জ—পরিবারতন্ত্র ও দুর্নীতি। এ দুটো থেকে দেশকে মুক্তি পেতে হবে। তার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আগামী ২৫ বছরে ভারতকে বিশ্বসেরা করতে নেয়া হবে দৃঢ় অবস্থান। দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১৫ আগস্ট) কার্যত হুঙ্কার ছেড়েছেন।

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশটিতে হর ঘর তিরঙ্গা দিবস হিসাবে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি নেয়া হয়। এদিন অন্য রাজ্যের মতো যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গেও উদযাপিত হয় ৭৫তম স্বাধীনতা দিবস।

করোনার কারণে গেল দুই বছর ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিল নানা বিধিনিষেধ। এবার সেই সংকট কাটিয়ে লালকেল্লার ময়দানে স্থানীয় সময় ৮টায় দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবারতন্ত্রের রাজনীতি এবং দুর্নীতিকে ভারতের বড় সংকট ও চ্যালেঞ্জ বলে অবহিত করলেন। বললেন, বর্তমানে দেশ দুটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি। এ দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে স্বজনপোষণ এবং দুর্নীতিমুক্ত করতে হবে।

শুধু তাই নয়; প্রধানমন্ত্রী আগামী ২৫ বছরের জন্য দিলেন রুপরেখাও। এদিন ভারতের ৭৪ বছরের রীতি ভেঙে নিজেদের তৈরি বন্দুকের শব্দে প্রধানমন্ত্রীকে দেয়া হলো গান স্যালুট। এতদিন দেয়া হতো ব্রিটেনের তৈরি বন্দুকের শব্দে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গেও মন্তব্য করেন, যে আওয়াজ সব সময় শুনতে চাইতাম, ৭৫ বছর পর লালকেল্লায় তিরঙ্গা আনুষ্ঠানিক অভিবাদন পেল ভারতে তৈরি সেই বন্দুকের মধ্যে দিয়ে।


আরো পড়ুন