• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

রংপুরে যমুনা টিভি সহ ১২ সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের প্রত্যাহারের দাবী জানিয়েছে “বাসকপ”

/ ২৭০ বার পঠিত
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

প্রেস রিলিজঃ ঘুষ, দূর্নীতি, অনিয়ম ও লুটপাটের সংবাদ প্রচার ও প্রকাশের জের ধরে যমুনা টেলিভিশনের সিএনই, মফস্বল ইনচার্জ, কালের কন্ঠের সম্পাদক, বার্তা সম্পাদক, মফস্বল সম্পাদক, যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, কালের কন্ঠের সুন্দরগঞ্জ প্রতিনিধি শেখ মামুন উর রশিদ, ইত্তেফাকের সুন্দরগঞ্জ প্রতিনিধি রশিদুল আলম চাঁদ, দৈনিক জনসংকেত প্রতিনিধি জাহিদ কারী, জয়যাত্রা টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝ, ভোরের দর্পণ প্রতিনিধি একেএম ছামছুল হক ও মানবাধিকার কর্মী মাহবুবুর রহমান খাঁন কে আসামি করে গত ১৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মানহানির মামলা দায়ের করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পিআইও নুরুন্নবী সরকার।
ঘুষ, দূর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে ১২ জন সাংবাদিকের নামে মিথ্যা মানহানি মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতি বিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম ও মহাসচিব এম এ মমিন আনসারী, গণ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকার যখন ঘুষ,দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে, দেশব্যাপী দূর্নীতি বিরোধী অভিযান চলছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিজের দলের লোককেও রেহাই দিচ্ছেন না, ঠিক সেই সময় দূর্নীতির দায়ে অভিযুক্ত ও একজন চিহ্নিত দূর্নীতিবাজ পিআইও নুরুন্নবী সরকার নিজের অপকর্ম আড়াল করতে ১২ জন সাংবাদিকের নামে কিভাবে মিথ্যা মানহানি মামলা দায়ের করেন। আমরা অনতিবিলম্ব এই মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি অন্যথায় বাসকপ এর নেতৃত্বে দেশব্যাপী সাংবাদিকদের নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরো পড়ুন