• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

নওগাঁয় ভূয়া সেনাবাহিনী পরিচয় দানকারী আটক

মোঃ হাবিবুর রহমানের, নওগাঁ পেরিনিধি / ১৫১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

নওগাঁ শহরস্থ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড হতে অসহায় ও দারিদ্র্য বাস-মোটর শ্রমিকের জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাৎসরিক রেশন প্রদানের সুবিধা দেওয়ার নামে জনপ্রতি ৩১৯ টাকা করে নেওয়ার সময় দাপ্তরিক ইউনিফর্ম পরিহিত ০১ জন ভূয়া সেনাসদস্যকে আটক করেছে মোটর শ্রমিকেরা।পরবর্তীতে, নওগাঁ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেন।

এ সময় তার কাছ থেকে একটি ভূয়া আইডি কার্ড, রেশন প্রদান সংক্রান্ত চিঠি, কয়েকটি নেমপ্লেট জব্দ করা হয়। আটক ব্যক্তি মোঃ রায়হান, পিতা-মো মান্নান, গ্রাম-শব্দলপুর, পোস্ট-পাহাড়ারপুর, উপজেলা-বদলগাছী, জেলা নওগাঁ। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আরো পড়ুন