• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

জামালপুরে অবৈধভাবে তৈরি হচ্ছে তাল মিশ্রি, খেজুরের গুড়সহ বাহারি খাবার

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি / ১৩৫ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

জামালপুর সদর উপজেলার ৯নং রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারে অবৈধভাবে তৈরি হচ্ছে তালমিশ্রি ও খেজুরের গুড়, বাতাসা সহ নানান ধরনের খাবার। এইসব খাবার নানা কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে এসব জিনিস তৈরি করা হচ্ছে।

এসব খাবার প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হচ্ছে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

 

 

এরকম খাবার মানুষের স্বাস্থ্য ঝুকি এনে দিতে পারে। খোজ নিয়ে জান যায়, কারখানার মালিকের নাম ফারুক। তার সাথে কথা বলার জন্য মোবাইল করা হলেও ধরেনি।

কারখানায় থাকা শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে তারা ভয়ে পালিয়ে যায়।
তাই প্রশাসনের কাছে একটাই দাবি এদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।


আরো পড়ুন