• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

মন্দির ভাংচুর ও আইসিটি”সহ আরও  চারটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির ভাইসচেয়ারম্যান বুলু – ভিডিও

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি / ১৩৫ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

নোয়াখালীরচৌমুহনীতে মন্দিরে হামলা ভাংচুর ও আইসিটিসহ আরও চারটি মামলা স্থায়ী জামিন পেয়েছেনবিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য  ও মন্ত্রী বরকত উল্যা বুলু । বৃহস্পতিবারসকাল ১১টার সময় নোয়াখালী জেলা জজ আদালতে এসে জামিন চাইলে জজ কোর্টের জেলা ওদায়রা জজ নিলুফার সুলতানা তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করছেন।

এ সময় নোয়াখালী বারের সভাপতি এডভোকেট আবদুর রহিম, সাবেক সংসদ সিনিয়র আইনজীবিএডভোকেট সালা উদ্দিন কামরান, আইন জীবি ফোরামের সভাপতি এডভোকেট বিইউএম কামরুলইসলাম, এডভোকেট আবদুুর রহমান, এডভোকেট বাহার উদিন এডেভোকেট আবদুর রহিম চুন্নু  ছাড়া আদালতে শতাধিক আইনজীবি উপস্থিত ছিলেন।

এছাড়া  নোয়াখালী টিবি সাংবাদিক ফোরামের সভাপতি মানিকভূঁইয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।এরআগে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ থেকে জামিন নিয়েছিলেন এবং মেয়াদ শেষে ৮ আগষ্টতিনি নোয়াখালী জজ আদালতে এসে হাজির হয়েছিলেন। আদালত তার জামিনের আবেদন শুনানীশেষে পাঁচ হাজার টাকার বন্ড শর্তে স্থায়ী জামিন মঞ্জুর করেন।  সট ঃবরকত উল্যাহ বুলুভাইসচেয়ারম্যান,বিএনপি।


আরো পড়ুন