• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

নির্বাচন বর্জনের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, দেশে গণতন্ত্র নাই, জোর করে ক্ষমতা ধরে রাখার মানসিকতা থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রাজনৈতিক নেতাদের জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্প পলিটিক্স ম্যটারাস এর উদ্বোধন অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

এসময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে স্বচ্ছ নির্বাচন হবে না।

পলিটিক্স ম্যাটার প্রকল্প পরিচালনা করবে ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। পলিটিক্স ম্যাটার গণতন্ত্র নির্বাচন, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রচারণাসহ রাজনৈতিক নেতাদের ৮টি কোর্স করাবে।


আরো পড়ুন