• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

খোলা বাজারে মার্কিন ডলারের দাম লাগামহীন বেড়েই চলেছে বর্তমান ডলার রেইট জানুন

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

বাংলাদেশের খোলা বাজারে মার্কিন ডলারের দাম লাগামহীন বেড়েই চলেছে। বুধবার “১০ আগস” দেশে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৯ টাকায় মূল্যে। এর আগে গত সোমবারও মানি এক্সচেঞ্জগুলোতে ১১৫ টাকায় ডলার কেনা বেচা হয়েছিল।

জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলারের সঙ্কট। মানুষ বিক্রির চেয়ে কিনছেন বেশি। এই দিকে এতদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।

গত কয়েক মাস থেকেই দেশে ডলারের সঙ্কট চলছে, মূলত রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় ও রেমিট্যান্স কমে যাওয়ায় এমতাবস্থার সৃষ্টি হচ্ছে।

গত সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দর ছিল ৯৫ টাকা। সেই হিসাবে এক বছরে ডলারের দাম বেড়েছে ১২ শতাংশ বেশি ।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে বলে জানিয়েছেন এ ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অনেকেই


আরো পড়ুন