• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন

চরভদ্রাসনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মদিন পালিত

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি / ১০৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

চরভদ্রাসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছার  ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা ভবনের সামনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বেলা ১২টার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি  অফিসার তানজিলা কবির ত্রপা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান  মোঃ মোতালেব মোল্লা ও ফরিদা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান, চরভদ্রাসন সহকারী কমিশনার (ভূমি)মোঃ খায়রুল ইসলাম,  চরভদ্রসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,সাংবাদিক আবুল কালাম  প্রমুখ।


আরো পড়ুন