• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

লঞ্চ ভাড়া বাড়বে কিনা জানা যাবে আগামীকাল

অনলাইন ডেস্ক / ১৩০ বার পঠিত
আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে এবার লঞ্চ ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লঞ্চমালিক পক্ষ। এ ব্যাপারে আগামীকাল সোমবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে ভাড়া সমন্বয়ের একটি প্রস্তাব পাঠানো হবে।

এর আগে গতকাল শনিবার দুপুরে জ্বালানি তেলের মৃল্য বৃদ্ধিসংক্রান্ত এক ব্যাখ্যায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ার বিষয়ে একটি ধারণা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, লঞ্চে এখনও ভাড়া বাড়ানো হয়নি, তবে ভাড়া অবশ্যই বাড়বে। কত বাড়বে, কবে থেকে বাড়বে, সেটা আজ বিকেল ৪টার পর সিদ্ধান্ত আসবে।
লঞ্চমালিক সমিতির প্রস্তাব বিকেলে প্রস্তাবটি বিআইডব্লিউটিএ’র কাছে পাঠানো বলেও জানান মালিক সমিতির এ নেতা।


আরো পড়ুন