• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা ও বস্তায় ৩শ টাকা বেড়ে যাওয়ায়, মজুদদার ও ব্যবসায়ীরা কিছুটা সংকট – ভিডিও

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধি / ১৯৫ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

হঠাৎ করে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা ও বস্তায় ৩শ টাকা বেড়ে যাওয়ায়, মজুদদার ও ব্যবসায়ীরা কিছুটা সংকট দেখিয়ে পূর্বের মজুদ রাখা সার নতুন দামে বিক্রির নানা কৌশলে নিয়েছেন। কেউ দোকান বন্ধ রাখছেন কেউ বা আবার বলছেন দোকানে সার নেই।

মজুদদারা বেশি দামে বিক্রির আসায় দিন গুনছেন তারা। ব্যাবসায়ীরা বলছেন সরকারের নির্দেশনা অনুযায়ী সার বিক্রি করা হচ্ছে। এ দিকে জেলা কৃষি বিভাগ বলছেন সারের কোনো সংকট নেই, নিয়মিত মনিটরিং করা হয়। জয়পুরহাট প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ নোমান এর রিপোর্ট জানাচ্ছেন- কৃষি পূন্য উৎপাদনে বীজ, সার, কিটনাশক, জালানি তেল সহ চাষের প্রয়োজনীয় খরচ অনেক বেশি হওয়ায় কৃষকরা হিমশিম খাচ্ছেন।

এরই মধ্যে হটাৎ করে ইউরিয়া সার প্রতিবস্তা ৮শ টাকা থেকে বেড়ে ১১শ টাকা সরকার নির্ধারিত করায় কিছুটা বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা। এই সুযোগে ছোট বড় ব্যাবসায়ীরা আগের দামের মজুদ করা সার বেশি দামে বিক্রি করার জন্য নিয়েছেন নানা কৌশল। সাধারণ কৃষকরা চান ভোগান্তি ছাড়ায় সার দেওয়া হোক।


আরো পড়ুন