• বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:১১ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নেওয়াজ মোর্শেদ, জয়পুরহার্ট প্রতিনিধি / ১২৫ বার পঠিত
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২

জয়পুরহাট প্রতিনিধি: ০৩ আগস্ট, ২২ইং জয়পুরহাটে ট্রাকের নিচে পড়ে আইয়ুব আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস সড়কে এ দুর্ঘটনায় ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান। আইয়ুব আলী হলো জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটে স্ত্রী তালাক দিতে আসছিল আইয়ুব আলী। বাড়ী ফিরতেছিল সে। পথে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস পার হওয়ার সময়ে ট্রাকের নিচে পড়ে নিহত হন আইয়ুব আলী। পরে নিহিতের লাশটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আরো পড়ুন