• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

চরভদ্রাসনে তেলের বাজারে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 

সাজ্জাদ হোসেন সাজু,চরভদ্রাসন প্রতিনিধি / ১২২ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে এসব জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার দাম কমানোর ঘোষনার পরেও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায়’ সদর বাজারের ‘মেসার্স দেওয়ান ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও মেসার্স নিমাই ষ্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অন্যরা হলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম, মাহমুদুল হাসান ও চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) প্রবির কুমার মিত্রসহ সঙ্গীয় পুলিশ সদস্য।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো পড়ুন