• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

নীল সাগরের বুকে মালদ্বীপে পর্যটক আগমনের রেকর্ড

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ২১৫ বার পঠিত
আপডেট: সোমবার, ২৫ জুলাই, ২০২২

পর্যটক আগমনের সংখ্যায় রেকর্ড গড়েছে অপরূপ ও সৌন্দর্যের দেশ মালদ্বীপ। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে- চলতি বছরের জুলাই পর্যন্ত ৯ লাখেরও বেশি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন

২২ জুলাই শুক্রবার মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, সাগরকন্যা মালদ্বীপে গত বছর মোট ১৩,২১,৯৩২ পর্যটক ভ্রমণে এসেছিলেন। এর মধ্যে ২০ জুলাই পর্যন্ত ৫,৭২,১২৩ পর্যটক এসেছিল।

এদিকে চলতি বছর ২০ জুলাই পর্যন্ত মালদ্বীপে পর্যটকদের আগমনের সংখ্যা দাঁড়িয়েছে ৯,০০,৮০৮ জন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৭.৫ শতাংশ বেশি।

চলতি বছরে মালদ্বীপে সবচেয় বেশি ভ্রমণে এসেছেন ভারত থেকে, মোট পর্যটকের ১৪.৭ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, ১১.৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, ১০.৫ শতাংশ।

নীল সাগরের ঢেউয়ের এই মালদ্বীপে বর্তমানে রিসোর্ট, হোটেল, গেস্ট হাউস এবং সাফারি ভেসেলসহ ১১৬৭টি পর্যটন সুবিধা চালু রয়েছে।

মোট শয্যাসংখ্যা ৫৭,৪৮৪টি কিছুদিন আগে ফুড এন্ড ফুড মালদ্বীপের পরিচারক ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরে আলম রিন্টুর আহবানের মালদ্বীপে ঘুরতে আসেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য ভ্রমণ পিপাসু অ্যাডভোকেট আবুল হাসান, উনার বক্তব্যে উনি বলেন,আমি যদি মালদ্বীপে না আসতাম মালদ্বীপের অধিক সৌন্দর্য আমি কখনো উপভোগ করতে পারতাম না এজন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি, উল্লেখ্য,, মালদ্বীপে একজন পর্যটকের থাকার গড় ৮.১ দিন।


আরো পড়ুন