• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

পিতার এরশাদের আসনের উত্তরাধিকারি হলেন পুত্র সাদ।

/ ২৯২ বার পঠিত
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

ডেস্ক রিপোট:- লাঙ্গল প্রতিকের দুর্গ হিসাবে খ্যাত রংপুর সদর আসন জাতীয় পার্টিরই রয়ে গেল।গত শনিবার নির্বাচনে ৫৮হাজার ৮৭৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী এরশাদ পুত্র -রাহগীর অাল মাহী সাদ এরশাদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিটা রহমান (বিএনপি পার্থী)ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৯৪৭ ভোট। প্রয়াত রাষ্টপতি হুসাইন মোহাম্মাদ এরশাদের ভাতিজা অাসিফ শাহরিয়র (সতন্ত্র প্রার্থী) মটরগাড়ী প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। কাজী মোঃ শহিদুল্লাহ (গণফ্রন্ট প্রার্থী) মাছ প্রতীকে পেয়েছেন ১হাজার৬৬২ ভোট।কেলাফত মজলিষের তৌহিদুর রহমান মন্ডল ঘড়ি প্রতীকে ৯৪২।এনপিপি প্রার্থী শাফিউল অালম অাম প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন,সিটি কর্পোরেশনের ২৫টি ওয়াড নিয়ে সঠিত রংপুর-৩ অাসন। মোট ভোটার সংখ্যক ৪ লক্ষ ৪১হাজার ২২৪জন। রংপুর-৩ অাসনে ১৭৫টি কেন্দ্রের শনিবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্টিত হয়। এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪ হাজার ৬জন।ইভিএমের মাধ্যমে ভোট হওয়ায় এবং উপ নির্বাচনের কারনে ভোটারে উপস্থিতি কম।জরিপে ভোট প্রদানের হার ২২ দশমিক ৮৬শতাংশ। রংপুর-৩ অাসনে সুষ্ট পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।


আরো পড়ুন