• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় একজন কৃষকের মৃত্যু

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধি / ২০৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১৩ জুলাই, ২০২২
ট্রেনের কাটা পরে মুদি দোকদার মির হোসেনের মৃত্যু !

জয়পুরহাটে এক ট্রেনের ধাক্কায় ৫০ বছরের খিতিস পাহান নামে এক কৃষক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার তেঘর পালপাড়া রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম। নিহত খিতিস পাহান হলো সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চক মোহন ঢিপাপাড়ার মৃত মনির পাহানের ছেলে বলে জানা গেছে।

পরিবার সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত কৃষি কাজ করতে বাড়ির বাহিরে যায় খিতিস পাহান। বিকেলে মদপানে করে বাসায় ফেরার পথে সদর উপজেলার তেঘর পালপাড়া রেলগেট এলাকায় একতা এক্সপ্রেস নামক স্টেনের ধাক্কায় মৃত্যু হয় খিতিস পাহানের। নিহত খিতিস পাহানের লাশটি বিনা ময়নাতদন্তের নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে জিআরপি থানার আবেদন করেন তার ছেলে শুভ পাহান।

মুঠোফোনে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে। তবে পরিবার পক্ষে লাশটি বিনা ময়নাতদন্তের নেওয়ার জন্য আবেদন করেছে।


আরো পড়ুন