• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে মালদ্বীপে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি / ১৫৮ বার পঠিত
আপডেট: রবিবার, ১০ জুলাই, ২০২২

আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো শতভাগ মুসলিম দেশ মালদ্বীপেও আনন্দ-উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল আযহা (কোরবানীর ঈদ) যাতে সামীল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়।

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও দুতালযের প্রধান জনাব সোহেল পারভেজ সহ সি.আই.পি. আলহাজ্ব মো: সোহেল রানা, মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, সিনিয়র সভাপতি হাজী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুড এন্ড ফুড মালদ্বীপের পরিচালক নুরে আলম রিন্টু, সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ,,বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ হাদিউল ইসলাম মালদীপস্ত ঢাকা ট্রেডাসের পরিচালক ব্যবসায়ী বাবুল হোসেন ইসলাম এবং, বাংলাদেশি কমিউনিটি,শিক্ষক ফোরাম, ব্যাংক কর্মকর্তা, ব্যাবসায়ী প্রতিনিধি, ডক্টর’স প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, মোঃ দুলাল হোসেন বলেন,, বাবা-মা কে দেশের মটিতে রেখে প্রবাসে ঈদ উদযাপন করা কষ্টের মাঝে শান্তি খুজে পাই যখন দেখি পরিবার সুখে আছে


আরো পড়ুন