• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

ইন্দুরকানীর খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!!

/ ৩৬৫ বার পঠিত
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

বাদল বেপারী , স্টাফ রিপোর্টার:-
পিরোজপুরের ইন্দুরকানীতে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র আবির হাওলাদার (১২) উপজেলার কালাইয়া গ্রামের আল আমিনের হাওলাদারের ছেলে এবং ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
নিহত আবিরের চাচা মোঃ হেলাল হাওলাদার বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, আমার ভাই আলামিন ও ভাতিজা আবির দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির সামনের খালে গোসল করছিল।

আমার ভাই গোসল শেষ করে বাড়িতে এলেও ভাতিজা তখন খাল থেকে তার সাথে উঠে আসেনি। এরপর ঘন্টা পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় আমরা তাকে না পেয়ে খাল ও তার আশপাশে খোঁজাখুঁজির পর খালের মধ্যে ডুবন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে আমার ভাতিজা সাঁতার জানত। সে যখন গোসল করছিল তখন ওই খালে কোমড় পর্যন্ত পানি ছিল। তবে ঐ খালে (জ্বীন-ভূতের) আছর থাকার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয়দের ধারনা। কেননা কয়েক বছর পূর্বে ঐ খালে দুই শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। পরে একই অবস্থায় খাল থেকে ঐ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।


আরো পড়ুন