• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

নারায়নগঞ্জ ও ঢাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১৮৯০ পিস ইয়াবাসহ ০৫ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট / ২৪০ বার পঠিত
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‍্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০২ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:১০ ঘটিকা হতে ১৪:৫০ ঘটিকা পর্যন্ত র‍্যাব- ১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭৪৫ (সাতশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আবু সাইদ (১৯) ও ২। মোঃ রাসেল (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০২
টি মোবাইল ফোন ও নগদ ৩১০০/- (তিন হাজার একশত) টাকা উদ্ধার করা হয় এবং গত ০১ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ উক্ত আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পূর্ব কাকালদি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে
আনুমানিক ০৮ কেজি ২০০ গ্রামসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হানিফ খান (৩৯) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া গত ০১ জুলাই ২০২২খ্রিঃ তারিখ র‍্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,১৪৫ (একহাজার একশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা
ট্যাবলেট ও ০২ কেজি ৭৫০ গ্রামসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোহন মন্ডল (৩২) ও ২। মোঃ আবু সাইদ শিশির (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৩টি মোবাইল ফোন ও
নগদ- ৩,৫০০/- (তিন হাজার পঁাচশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত নারায়নগঞ্জ বন্দর, সিরাজদীখান ও দক্ষিন কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।


আরো পড়ুন