• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আব্দুস সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি / ২২৮ বার পঠিত
আপডেট: শনিবার, ২ জুলাই, ২০২২

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সিরহাট ইসকন মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও গড়েয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, গড়েয়া ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ কংসহন্ত দাস সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে হাজারো ভক্তদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এরপর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গোবিন্দ নগর মন্দির পাড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন অনুষ্ঠান শেষে ৮ জুলাই শুক্রবার উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হবে। এর আগে সকালে শান্তি ও মঙ্গল কামনায় মন্দির প্রাঙ্গণ ইসকনের ভক্তদের নিয়ে হোম যজ্ঞ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হয়।
রথযাত্রায় অংশগ্রহণ করেন সনাতন ধর্মের হাজারো নারী ও পুরুষেরা। এছাড়াও জেলায় বেশ কয়েকটি মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আরো পড়ুন